Rupam Islam photo

Rupam Islam

রূপমের জন্ম ২৫ জানুয়ারি ১৯৭৪, কলকাতায়। টাকি হাউজ় স্কুলে শিক্ষক হিসেবে কাজ করেছেন ১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত। তারপর স্বেচ্ছাঅবসর নিয়ে নানা ধরনের সাংস্কৃতিক কাজে নিজের কর্মপরিধি বিস্তৃত করেছেন। ১৯৯৮ সালে এইচএমভি থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘তোর ভরসাতে’। ১৯৯৯ সালে জনপ্রিয়তম বাংলা রক ব্যান্ড ‘ফসিল্‌স’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। ২০০২-এর ‘ফসিল্স’ অ্যালবামে গানের গোত্র হিসেবে প্রথমবার বাংলায় লেখা হল ‘রক’। ‘বাংলা রক’ এরপর রূপমের হাত ধরেই মান্যতা পেল। এ ছাড়াও কাওয়ালি থেকে কীর্তন, সেমি-ক্লাসিক্যাল থেকে নানা ধরনের পল্লিগান— হরেক কিসিমের বাংলা গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন।

‘বাংলা রক’ নামের সংগীত পত্রিকা সম্পাদনা, তাঁর প্লেব্যাক এবং সংগীত পরিচালক/গীতিকার জীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঔপন্যাসিক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’— তাঁর প্রথম উপন্যাস-গ্রন্থ। আনন্দ পাবলিশার্স থেকে নিয়মিত প্রকাশিত হয়েছে তাঁর সংগীত বিষয়ক এবং আত্মজৈবনিক বিভিন্ন গদ্যের সংকলন।

সম্মান: ২০০৯-এ দেশের শ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে জাতীয় পুরস্কার। ২০১৫-’১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত ‘সংগীত সম্মান’।


“Bartomaner utkoch ke upohar vebo na..”
Rupam Islam
Read more