“জাত গেল জাত গেল বলেএকি আজব কারখানাসত্য কাজে কেউ নয় রাজিসবই দেখি তা না না না….আসবার কালে কি জাত ছিলেএসে তুমি কি জাত নিলেকি জাত হবে যাবার কালেসে কথা ভেবে বলো না…ব্রাহ্মণ চন্ডাল চামার মুচিএকি জলেই সব হয় গো সুচিদেখে শুনে হয় না রুচিযমে তো কাউকে ছাড়বে না…গোপনে যে বেশ্যার ভাত খায়তাতে ধর্মের কি ক্ষতি হয়লালন বলে জাত কারে কয়সে ঘোরও তো গেল না…জাত গেল জাত গেল বলেএকি আজব কারখানা…….”
“তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে।তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নামনা না বলে ফেরালেইবুঝতে পারি ফিরে যাওয়া যায় না কখনো।না না বলে ফিরিয়ে দিলেইঘাতক পাখির ডাক শুনতে পাই চরাচরময়”
“আমাকে কেউ বোঝাইতে পারলে না যি সেই দ্যাশটো আমি মোসলমান বলেই আমার দ্যাশ আর এই দ্যাশটি আমার লয় । আমাকে আরো বোঝাইতে পারলে না যি ছেলেমেয়ে আর জায়গায় গেয়েছে বলে আমাকেও সিখানে যেতে হবে । আমার সোয়ামি গেলে আর আমি কি করব ? আমি আর আমার সোয়ামী তো একটি মানুষ লয় , আলেদা মানুষ। খুবই আপন মানুষ, জানের মানুষ , কিন্তুক আলেদা মানুষ ।”
“হেঁয়ালি রেখো না কিছু মনে;হৃদয় রয়েছে ব'লে চাতকের মতন আবেগহৃদয়ের সত্য উজ্জ্বল কথা নয়,-যদিও জেগেছে তাতে জলভারানত কোনো মেঘ;হে প্রেমিক, আত্মরতিমদির কি তুমি?মেঘ;মেঘ, হৃদয়ঃ হৃদয়, আর মরুভূমি শুধু মরুভূমি..”
“একটি একা মেয়ে ইচ্ছে করলেই বাজার যেতে পারে, ডাক্তার এর সঙ্গে দেখা করে ওষুধ আনতে পারে । কিন্তু এসব করণীয় কাজ কেউ আন্তরিকতার সাথে করে দিলে একধরনের আরাম হয় । মনের আরাম । অলোকের কথা মনে পড়ে গেল তার ।ইচ্ছে করলেও মানুষটাকে ভুলে থাকতে পারেনা সে । সম্পর্কে যতই মতবিরোধ হোক, মানুষের সঙ্গে থাকার একধরনের যে সাহচর্যের আরাম আছে --- এ সবই এই একজীবনের জন্য মনের গায়ে গাঁথা হয়ে রইলো । অলোক আর কিছু না হোক খুব ভালো বন্ধু হয়েও তো থাকতে পারত ।”
“কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকেকিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটেঝরাবে না শিশির।ওদের দিকে তাকিয়ে তুমি 'আসি' বোলেআর কোনদিন আসবে না ।”