“তোমারো চোখের খুব গভীরে এক বর্ণহীন দাহ-হৃদয়ের ক্ষতের মতো তুমি তাকে গোপনে লুকিয়ে রেখেমুখে শুধু এঁকেছো এক সুদূরের অচেনা হাসি ...”
“তোমাকে যখন দেখি, তারচেয়ে বেশি দেখিযখন দেখি না।চড়ুই পাখিরা জানেআমি কার প্রতিক্ষায় বসে আছি-তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো!সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি-দেখা দাও, দেখা দাও,পরমুহূর্তেই ফের চোখ মুছি।হেসে বলি,তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি!”
“কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকেকিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটেঝরাবে না শিশির।ওদের দিকে তাকিয়ে তুমি 'আসি' বোলেআর কোনদিন আসবে না ।”
“পৃথিবীতে ২ ধরনের মানুষে আছে। এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে, খুশি প্রকাশ করতে পারে না, আরেক ধরনের মানুষ খুশি প্রকাশ করতে পারে, রাগ প্রকাশ করতে পারে না ”
“যাত্রাভঙ্গহাত বাড়িয়ে ছুঁইনা তোকেমন বাড়িয়ে ছুঁই,দুইকে আমি এক করিনাএককে করি দুই ।নায়ের মাঝে বসব বটে , না এর মাঝে শোব ;হাত দিয়ে তো ছোবনা মুখ দুঃখ দিয়ে ছোব ।তুই কেমন করে যাবি ?”
“হেঁয়ালি রেখো না কিছু মনে;হৃদয় রয়েছে ব'লে চাতকের মতন আবেগহৃদয়ের সত্য উজ্জ্বল কথা নয়,-যদিও জেগেছে তাতে জলভারানত কোনো মেঘ;হে প্রেমিক, আত্মরতিমদির কি তুমি?মেঘ;মেঘ, হৃদয়ঃ হৃদয়, আর মরুভূমি শুধু মরুভূমি..”