“কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকেকিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটেঝরাবে না শিশির।ওদের দিকে তাকিয়ে তুমি 'আসি' বোলেআর কোনদিন আসবে না ।”

Rudra Muhammad Shahidullah

Explore This Quote Further

Quote by Rudra Muhammad Shahidullah: “কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকেকিছু অশ্রু থেমে থ… - Image 1

Similar quotes

“তোমারো চোখের খুব গভীরে এক বর্ণহীন দাহ-হৃদয়ের ক্ষতের মতো তুমি তাকে গোপনে লুকিয়ে রেখেমুখে শুধু এঁকেছো এক সুদূরের অচেনা হাসি ...”


“তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে।তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নামনা না বলে ফেরালেইবুঝতে পারি ফিরে যাওয়া যায় না কখনো।না না বলে ফিরিয়ে দিলেইঘাতক পাখির ডাক শুনতে পাই চরাচরময়”


“আগুন পোড়ালে তবু কিছু রাখেকিছু থাকে,হোক না তা ধূসর শ্যামল রঙ ছাই,মানুষে পোড়ালে আর কিছুই রাখে নাকিচ্ছু থাকে না,খাঁ খাঁ বিরান..”


“হেঁয়ালি রেখো না কিছু মনে;হৃদয় রয়েছে ব'লে চাতকের মতন আবেগহৃদয়ের সত্য উজ্জ্বল কথা নয়,-যদিও জেগেছে তাতে জলভারানত কোনো মেঘ;হে প্রেমিক, আত্মরতিমদির কি তুমি?মেঘ;মেঘ, হৃদয়ঃ হৃদয়, আর মরুভূমি শুধু মরুভূমি..”


“জাত গেল জাত গেল বলেএকি আজব কারখানাসত্য কাজে কেউ নয় রাজিসবই দেখি তা না না না….আসবার কালে কি জাত ছিলেএসে তুমি কি জাত নিলেকি জাত হবে যাবার কালেসে কথা ভেবে বলো না…ব্রাহ্মণ চন্ডাল চামার মুচিএকি জলেই সব হয় গো সুচিদেখে শুনে হয় না রুচিযমে তো কাউকে ছাড়বে না…গোপনে যে বেশ্যার ভাত খায়তাতে ধর্মের কি ক্ষতি হয়লালন বলে জাত কারে কয়সে ঘোরও তো গেল না…জাত গেল জাত গেল বলেএকি আজব কারখানা…….”


“Love happens only once, but only difference is that the girl changes.”